Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইসলামিক ফ্রন্টের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:২৮

ইসলামিক ফ্রন্টের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ করেছেন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারণা শুরুর দিনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালী থানার সাব এরিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রার্থীর অভিযোগ।

ওয়াহেদু মুরাদ জানান, নগরীর দিদার মার্কেট এলাকা থেকে আন্দরকিল্লায় পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন কর্মসূচিতে যাবার পথে সাব এরিয়ায় তাকে বহনকারী প্রাডো গাড়িতে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা দেখতে পাননি বলে জানিয়েছেন ওয়াহেদ ‍মুরাদ।

নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘প্রার্থীর মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে হামলার প্রমাণ পাওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

এ ঘটনায় পুলিশকে মৌখিকভাবে অভিযোগ জানানোর পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকেও অভিযোগ দেবেন বলে জানিয়েছেন ওয়াহেদ মুরাদ।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর