Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম কারাগারে ক্যানসারাক্রান্ত আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৭:১৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৭

মৃত আবদুর রহমান মিয়া

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭০ বছর বয়সী এক নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ক্যানসারে ভুগছিলেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আবদুর রহমান মিয়া (৭০) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ পূর্ব মহুরী পাড়ার বাসিন্দা। তিনি ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, ‘দুই মাস আগে উনি (আবদুর রহমান মিয়া) কারাগারে আসেন। বয়স ৭০ হয়ে গেছে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তবে মূল সমস্যা ছিল ফুসফুসের ক্যানসার। কারাগারে আসার পর থেকে তিনি প্রায়ই হাসপাতালে ছিলেন। শনিবার তিনি মারা গেছেন।’

বিজ্ঞাপন

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি হিসেবে পুলিশ আবদুর রহমান মিয়াকে গ্রেফতারের পর গত বছরের ১৭ নভেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন। ২৪ ডিসেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। তিন সপ্তাহ চিকিৎসার পর ১৮ জানুয়ারি তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে গত ২৬ জানুয়ারি তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আবদুর রহমান মিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলার সৈয়দ শাহ শরীফ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর