Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ৩


৯ মার্চ ২০১৯ ১৪:৫২ | আপডেট: ৯ মার্চ ২০১৯ ১৫:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে র‌্যাব ও নগর গোয়েন্দা পুলিশের দু’টি পৃথক অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৪৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। আর ৮৬ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের কর্মকর্তারা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো.মাশকুর রহমান সারাবাংলাকে জানান, শফিকুল ইসলাম নামে একজন ইয়াবা বিক্রেতা শুক্রবার রাতে নগরীর স্টেশন রোডে প্যারামাউন্ট অ্যান্ড রেস্টুরেন্টের আটতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছে বলে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়। আটকের আগে সে পালানোর চেষ্টা করেছিল।

বিজ্ঞাপন

গ্রেফতার শফিকুল ইসলাম (২২) কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম সারাবাংলাকে জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দু’জনকে আটক করা হয়। আটকের সময় তারা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরা হয়।

গ্রেফতার দু’জন হল- মো. সোবহান আলী (২৬) ও আব্দুল সালাম (২৪)।

দু’জন ফেনসিডিলগুলো বিক্রির জন্য অপেক্ষা করছিল বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা মইনুল।

সারাবাংলা/আরডি/এমএইচ

আরও পড়ুন

চট্টগ্রামে ২১ কেজি গাঁজাসহ আটক ২

চট্টগ্রামে ফের পিকনিকের বাস থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

ইয়াবা চট্টগ্রাম ফেনসিডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর