Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রশ্নফাঁসের অপচেষ্টা হলেই কঠোর ব্যবস্থা’


৩১ মার্চ ২০১৯ ১৯:১৮

চট্টগ্রাম ব্যুরো: আগামীকাল (সোমবার) থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘প্রশ্নফাঁসের অপচেষ্টা করলেই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

রোববার (৩১ মার্চ) চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

শিক্ষার মানে কোনো ছাড় নয়: শিক্ষামন্ত্রী

দীপু মনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যদি কোনোভাবে কোথাও কাউকে এই অপচেষ্টায় লিপ্ত হতে দেখা যায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘অনৈতিক কোনো পথে হাটঁবেন না। মেধা এবং নিজস্ব প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দিলে অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। এবারের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। আশা করি, এইচএসসির প্রশ্নও ফাঁস হবে না। কিছু প্রতারক চক্র রয়েছে যারা প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আদায় করে, তাদের প্রতারণার খপ্পরে পড়বেন না।’

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু সোমবার

পরীক্ষা সংশ্লিষ্ট বিষয় সকলকে মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সমাবর্তনে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুরুল আনোয়ার ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পানিসম্পদ উপমন্ত্রী ড. এনামুল হক শামীম।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

প্রশ্নফাঁস শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর