Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৬ মামলার আসামি গুলিবিদ্ধ


২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ওই যুবক পেশাদার ছিনতাইকারী ও ৬ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১২ টার দিকে নগরীর খুলশী থানার টাইগারপাস বালুর মাঠ এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে দাবি পুলিশের। গুলিবিদ্ধ ছিনতাইকারী মো: রাজু (২৬) খুলশী থানার মতিঝর্ণা এলাকার মৃত জালাল মাঝির ছেলে।

আহত রাজু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

ওসি প্রনব সারাবাংলাকে বলেন, গভীর রাতে একটি ছিনতাইকারী গ্রুপকে আটক করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইট-পাটকেল ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করলে রাজু ডান পায়ে গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

গোলাগুলিতে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন এবং কনস্টেবল গিয়াস আহত হয়েছেন বলে ওসি জানান।

ওসি’র দাবি, পুলিশ ছিনতাইকারীদের মোকাবেলায় চার রাউন্ড শটগানের গুলি ছুঁড়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, আহত রাজু’র বিরুদ্ধে চারটি মাদকের, একটি ডাকাতি এবং একটি হত্যা মামলা আছে। একই ঘটনায় একটি অস্ত্র মামলা দায়ের করা হচ্ছে।

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর