Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিকসহ আক্রান্ত ৭৫


১৭ মে ২০২০ ০৩:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগে শনিবার (১৬ মে) ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১০৮ জনের শরীরে কররোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ৭৫ জন-  যার মধ্যে একজন সাংবাদিক, একজন ম্যাজিস্ট্রেট ও ছয়জন পুলিশ সদস্য রয়েছেন।

এছাড়া চট্টগ্রাম জেলার আরও ৪ জনের নমুনা দ্বিতীয়বার পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি ২৯ জন বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। শনিবার (১৬ মে) চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ- বিআইটিআইডিতে ২২১ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৮ জন চট্টগ্রামের, যার মধ্যে নগরীর ১৯ জন এবং হাটহাজারীর ৪ জন, সীতাকুণ্ডের ২ জন এবং পটিয়ার ৩ জন রয়েছেন। বাকি ৫ জন অন্য জেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা। ৩৫ জন চট্টগ্রাম মহানগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার। এদের মধ্যে তিন জনের দ্বিতীয়বার নমুনা পরীক্ষা হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে গত ৪৮ ঘণ্টায় ১৮৩ টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১৩ জন এবং বাকি ২৪ জন বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। চট্টগ্রামের ১৩ জনের সবাই বিভিন্ন উপজেলার। এদের মধ্যে মীরসরাই উপজেলার একজনের দ্বিতীয়বার নমুনা পরীক্ষা হয়েছিল।

বিজ্ঞাপন

চট্টগ্রামে আক্রান্তদের একজন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত স্টাফ রিপোর্টার। ওই টেলিভিশনের ব্যুরো প্রধান সারাবাংলাকে বলেন, ‘গত ১০ মে উনার শরীরে হালকা জ্বর আসে। সেদিনই উনাকে অফিস থেকে বাসায় পাঠানো হয়। এরপর আর উনি অফিস করেননি। নমুনা পরীক্ষায় উনার করোনা পজিটিভ এসেছে। তবে উনার হালকা জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই।’ এ নিয়ে চট্টগ্রামে দুজন গণমাধ্যম কর্মী করোনায় আক্রান্ত হলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে জানিয়েছেন, বিআইটিআইডিতে শনাক্তদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য। এদের মধ্যে নগরীর বিভিন্ন থানায় ও ফাঁড়িতে কর্মরত তিনজন এএসআই ও দু’জন কনস্টেবল রয়েছেন। এছাড়া একজন ট্রাফিক সার্জেন্টও আছেন।

সিএমপিতে এ পর্যন্ত ৫৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এছাড়া শিল্প পুলিশের তিন সদস্য এবং একজন র‍্যাব সদস্যও আক্রান্ত হয়েছেন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত একজন ম্যাজিস্ট্রেটও আক্রান্ত হয়েছেন। শনিবার ওই ম্যাজিস্ট্রেটের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারি কমিশনার এনডিসি মাসুদ রানা।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৭১৬ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন। মারা গেছেন ৩২ জন।

করোনাভাইরাস চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর