Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তান থেকে ৫ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৯:০৮ | আপডেট: ৪ জুন ২০২৫ ২২:০০

গ্রেফতার পাঁচ ছিনতাইকারী।

ঢাকা: পবিত্র ঈদুল আজহায় ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে রাজধানীর ছিনতাইপ্রবণ এলাকা গুলিস্তানে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ

বুধবার (৪ জুন) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- ১। মো. রানা (২৮), ২। হৃদয় (২৫), ৩। বাদশা (৪২), ৪। মো. রিফাত (২৪) ও ৫। খান জাহান (২৬)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান বলেন, নগরবাসীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এমপি