Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে অর্থ প্রতারণা, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৭:১২ | আপডেট: ৪ জুলাই ২০২৫ ১৭:১৪

ঢাকা: রাজধানীর মিরপুর, পল্লবী এবং গাজীপুরের গাছা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে গণ্যমান্য ব্যক্তিদের ফোন করে হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) এবং ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।

তালেবুর রহমান বলেন, সংঘবদ্ধ একটি প্রতারক চক্র দীর্ঘ দিন যাবৎ মোবাইল ফোনে নিজেদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎসহ বিভিন্ন সন্ত্রাসীদের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিকাশ, নগদের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে- এমন খবর পাই। পরে গত ১ জুলাই ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীরকে (৫৫) গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে রাজধানীর পল্লবী এলাকা থেকে একই চক্রের মো. নাসিম হাসান লাভলুকে (৪৪) এবং গাজীপুরের গাছা এলাকা হতে ইলিয়াস শিকদার ওরফে বেলায়েতকে (৫৪) গ্রেফতার করা হয়। গ্রেফতারদের থেকে দুইটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন সেট, ১৯০টি সিম কার্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামীয় আটটি সীল, ছবি ও নাম ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া আইডি কার্ড এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবৎ নিজেদের সরকারি উর্ধ্বতন কর্মকর্তা এবং কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে ফোন করে হুমকি প্রদান ও ভীতিকর পরিস্থিতি তৈরী করে বা কখনো প্রলুব্ধ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। এই কাজে তারা একাধিক সিম কার্ড এবং মোবাইল ফোন সেট ব্যবহার করতো। তাদের প্রতারণার শিকার গণ্যমান্য ব্যক্তিগণ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি

গ্রেফতার মুহাম্মদ তালেবুর রহমান শীর্ষ সন্ত্রাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর