Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৬:১৬ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৭:০১

ঢাকা: ‎‎কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা ও সন্তানসহ তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৫ জুলাই) দুপুরে র‍্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানাননি র‍্যাবের এই কর্মকর্তা।

শুক্রবার (৪ জুলাই) দিনগত রাতে ৬৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের মেয়ে রিক্তা আক্তার। এর আগে এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী একটি মোবাইল ফোন চুরি ও মাদক ‘ব্যবসার’ অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে রয়েছেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)। ওই সময় হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫)। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সারাবাংলা/ইউজে/এমপি

গ্রেফতার পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর