Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটকে পরিচয় থেকে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল, অভিযুক্ত যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৩:৫৯

অভিযুক্ত মো. শোয়াইব।

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিআইডি এর বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। পড়ে ইমো অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত স্ক্রিন রেকর্ড করে সংরক্ষণ করে। পরবর্তীতে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। একইসঙ্গে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ৮ লাখ টাকা আদায় করে। এরপর আরও অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্ত ইমো অ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

সিআইডির এই কর্মকর্তা বলেন, এ ঘটনার পর ভিকটিম রামপুরা থানায় গত ২৩ জুন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা নং- ২৭। পরে গতকাল সোমবার ৭ জুলাই রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. শোয়াইবের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানার শিলকুপ ইউনিয়নের মনকি চর গ্রামে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি

গ্রেফতার টিকটকে পরিচয় ব্ল্যাকমেইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর