Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেট
সাবেক এমপি মাসুদসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৬:১১

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

ঢাকা: মালয়েশিয়ায় জনশক্তি রফতানির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম সদস্য ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার জনশক্তি রফতানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনালসহ অন্যান্য আসামিরা প্রতারণার মাধ্যমে ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত মোট ৯,৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায়। এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮,৯৯০ টাকার বাইরে জনপ্রতি অতিরিক্ত ১ লাখ ৫০ হাজার টাকা এবং পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ আরও ৩৬,৫০০ টাকা আদায় করা হয়।

বিজ্ঞাপন

এসব অনিয়মের মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেছে সিআইডি।

জসীম উদ্দিন খান আরও জানান, ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালক মণ্ডলী এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মী প্রেরণকারী সিন্ডিকেট সদস্যদেরও অভিযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব সিআইডি কর্তৃক ফ্রিজ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর