Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেবি কনভেনশনে গোপন প্রশিক্ষণ: আ.লীগের ১৩ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মো. বায়েজিদ ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মো. বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো- কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সেক্রেটারি নাহিদা নূর সুইটি (৪৮), মতিঝিল থানা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ সিকদার (২৮), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. বায়েজিদ (৪৫), উত্তরা পশ্চিম থানা শ্রমিকলীগ নেতা মহর আলী (৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক (৩০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব (৫৩), কোতয়ালী থানা ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ (৬৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. শামীম শিকদার (৪০), বংশাল থানা ৩২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন সুমিত (২৯), গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা (২৮), গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাকিব কাজী (২৪), রুপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. নাদিম শেখ (২২), যুবলীগ কর্মী মো. রেজওয়ান হাওলাদার (২৯)।

এর আগে, রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে গোপন প্রশিক্ষণ নিতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ২৬ জনকে গ্রেফতার করে পুলিশ। বসুন্ধরার কেবি কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি

আওয়ামী লীগ গোপন প্রশিক্ষণ গ্রেফতার

বিজ্ঞাপন

ইউএসবি ছাড়াই ফাইল শেয়ারের কৌশল
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩১

আরো

সম্পর্কিত খবর