Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৩

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নাহিদুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারি পরিচালক ফতেহ মো. ইফতেখারুল ইসলাম ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৯ আগস্ট নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, নাহিদুল ইসলাম মেহেরপুর জেলার এসপি থাকার সময় ২০১৪ সালের জানুয়ারিতে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এ ঘটনায় নাহিদুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

এর আগে, গত ২৮ জুলাই নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তিনি অবসরের সব সুবিধা পাবেন।

সারাবাংলা/এমএইচ/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর