ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশাচালক আকরাম হোসেন হত্যার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দীন সামী এই তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো মো. জীবন (২১) ও মো. আশিক (২২)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিসি মল্লিক আহসান উদ্দীন সামী বলেন, ‘গত ১১ সেপ্টেম্বর ভোর রাত ৩টার দিকে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে ভিকটিম আকরাম হোসেন তার অটোরিকশায় অজ্ঞাতনামা যাত্রীদের নিয়ে পৌঁছান। তখন যাত্রীবেশী ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। আকরাম বাধা দিলে তারা ধারাল অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। আকরামের চিৎকারে আসামিরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টায় আকরাম মারা যান। এ ঘটনায় আকরামের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা দায়ের করেন।’
ডিসি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান সনাক্ত করা হয়। পরে মঙ্গলবার চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার এবং আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার জীবন ও আশিক এলাহি আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।