Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে বৃদ্ধা খুন, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধাকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় ঘাতক সাজেদুল হক সাজু (৩২)–কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহতের ভাতিজা আশরাফ আলী জানান, হাসিনা বেগম জামালপুর সদর উপজেলার জোয়ানেরপাড়া গ্রামের বাসিন্দা। স্বামী নুরুল ইসলাম ২০ বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। হাসিনা ধলপুরে একাই বসবাস করতেন এবং অন্যের বাসায় বুয়ার কাজ করতেন।

আশরাফ আরও জানান, সাজেদুল হক সাজু ওই এলাকায় ঘুরে বেড়াত এবং হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। বাজার-সদাই করত, নাতির মতো সম্পর্ক তৈরি হয়। কিন্তু শনিবার সকালে সে টিনসেড বাসায় ঢুকে দরজা আটকে শিল দিয়ে হাসিনার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। এরপর বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে পাশের দোকানে গিয়ে চা পান করছিল। কিছুক্ষণ পর প্রতিবেশীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে রক্তাক্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়রা সাজেদুলকে ধরে ফেললে সে হত্যার কথা স্বীকার করে।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সাজেদুলকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এর কারণ এখনো স্পষ্ট নয়।

সারাবাংলা/এসএসআর/এমপি

খুন গ্রেফতার বৃদ্ধা ময়নাতদন্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর