Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির হামজা ও যুবলীগ নেত্রী লাবণ্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২০:১২ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২০:৩৩

ঢাকা: রাজধানীতে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজা (২৮)–কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (৮ অক্টোবর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি চৌকস দল রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে গ্রেফতার করে। তিনি ও তার স্বামী চাকরি দেওয়ার নামে অসংখ্য যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত। গত বছরের ২৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। লাবণ্যর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

তালেবুর রহমান আরও জানান, একই দিন দুপুরে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ‘আমির হামজা গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং মিছিলটি ফেসবুক লাইভে প্রচার করেন।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি

আওয়ামী লীগ গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর