ঢাকা: রাজধানীর উত্তরা সোনারগাঁও জনপথের নাভানা ওভাল ভবনে লিফটের সামনে নারীদের উত্ত্যক্তের ঘটনায় ছয় দিন পর অবশেষে মামলা নিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ফেডেক্স কর্মী রায়হানসহ কেউ আটক হয়নি।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উত্তরা পশ্চিম থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) রহিম মোল্লা সারাবাংলাকে বলেন, ‘নারী উত্যক্তের অভিযোগে মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।’
এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে পদস্থ কর্মকর্তাদের নির্দেশে উত্তরা পশ্চিম থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।
এজাহার সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে একটি গ্রুপ অব কোম্পানির এমডি ও তার মেয়ে (প্রতিষ্ঠানের পরিচালক) ভবনের পঞ্চম তলার অফিস থেকে নিচে নামার সময় লিফটে থাকা এক যুবক তাদের উদ্দেশে অশোভন আচরণ ও মন্তব্য করেন।
পরে সিসিটিভি ফুটেজে ওই যুবককে ফেডেক্স কুরিয়ার সার্ভিসের কর্মী রায়হান হিসেবে শনাক্ত করা হয়। ঘটনার পর বিল্ডিং অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল মজিদকে জানানো হলেও ফেডেক্স কর্তৃপক্ষের সহযোগিতা না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ অক্টোবর পুনরায় রায়হানকে একই ভবনের লিফটে দেখে ভুক্তভোগী নারীরা তাকে নেমে যেতে বলেন। কিন্তু সে উত্তেজিত হয়ে গালাগালি শুরু করে। এ সময় অন্যদের হস্তক্ষেপে হাতাহাতির ঘটনা ঘটে। এতে রাম কৃষ্ণ রায় ও হাসিম উদ্দিন আহত হন এবং তারা হাসপাতালে চিকিৎসা নেন।
এরপর নারীরা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্তে গড়িমসি করে।
এদিকে রায়হান নিজে ও ফেডেক্সের কিছু কর্মকর্তার সহায়তায় উলটো নারীদের পক্ষের বিরুদ্ধে পালটা অভিযোগ দাখিল করেন। মঙ্গলবার সন্ধ্যায় সেই অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে থানা।
পরে বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে রাত ১টার দিকে রায়হানের বিরুদ্ধেও নারী উত্যক্তের মামলা রেকর্ড করে পুলিশ।
তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম জানান, ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।