Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে গ্যারেজে ঢুকে হামলা ও লুটপাট, থানায় মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৭:১০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৫৫

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ফিউচার হাউজিং এলাকায় গ্যারেজে হামলা চালিয়ে পাঁচটি ব্যাটারি চালিত অটোরিকশা ও নগদ চার লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে কথিত শ্রমিক দল নেতা ফিরোজ ওরফে কান্তা ফিরোজের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফিউচার হাউজিং এলাকার ৪০ ফিট সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্যারেজ মালিক মনির হোসেন মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মনির হোসেন জানান, ফিরোজ ও লিটনসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্র হাতে গ্যারেজে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তারা গ্যারেজ থেকে পাঁচটি অটোরিকশা এবং বিদ্যুৎ বিলের জন্য রাখা চার লাখ টাকা লুট করে নিয়ে যায়। তিনি অভিযোগ করেছেন, কয়েকদিন ধরে ফিরোজ তার কাছে চাঁদা দাবি করছিল। টাকা না দেওয়ায় আজ হামলা ও লুটপাট ঘটেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, ফিরোজ শ্রমিক দল নেতা পরিচয়ে দীর্ঘদিন চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং পরিচালনা করছেন। দখল ও চাঁদাবাজির হাত থেকে স্থানীয় বিএনপি নেতারাও রেহাই পাচ্ছেন না। ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন জানান, ফিরোজ তার একটি ভবনে হামলা চালিয়ে অফিস জোরপূর্বক দখলের চেষ্টা করেন। রোববার রাতে পুলিশ তাকে আটক করলেও আপসের শর্তে ছাড়া হয়। পরে সে আবার অফিসের তালা ভেঙে নতুন তালা লাগায়।

খোলা কাগজের হাতে পাওয়া একাধিক অডিও ও ভিডিওতে দেখা যায়, ফিরোজ নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং শ্রমিক দলের কর্মসূচির নাম নিয়ে চাঁদা দাবি করেছেন। তবে শ্রমিক দলের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ফিরোজ শ্রমিক দলের কেউ নন এবং তার কোনো পদ নেই।

মোহাম্মদপুর থানার পুলিশ সূত্র জানায়, ফিরোজের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক তথ্য-প্রমাণ তাদের হাতে এসেছে। ক্ষতিগ্রস্ত বা চাঁদার দাবি পাওয়া ব্যক্তিরা থানায় আনুষ্ঠানিকভাবে জানালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ‘ভুক্তভোগী থানায় এসে ফিরোজসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে, ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর