Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১০:৪১

ঢাকা: রাজধানী ও আশপাশের জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। আর গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে এক প্লাটুন করে বিজিবি।

বিজিবির সদর দফতরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সকাল থেকে তারা মাঠে টহল দিচ্ছে বিজিবি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজিবি সদস্যরা।

বিজ্ঞাপন

এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনমনে।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত আগামীকাল বৃহস্পতিবার ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নামে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে সরকার। অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ন্যূনতম ছাড় না দেওয়ার মনোভাব নিয়ে সাজানো হচ্ছে নিরাপত্তা বলয়। যার অংশ হিসেবে রাজধানী ঢাকার ভেতর ও প্রবেশপথগুলোতে গতকাল মঙ্গলবার থেকেই কড়া নজরদারি শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর