Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডি ৩২ নম্বর থেকে সন্দেহভাজন ২ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৫:২৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৬:৫৯

ধানমন্ডি ৩২ নম্বর থেকে সন্দেহভাজন ২ জন আটক।

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে এক কিশোর (১৪) ও এক যুবককে (২২) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালের দিকে একজনকে এবং দুপুর ১টার পর আরেকজনকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি বলেন, আটক কিশোরের আচরণ ছিল সন্দেহজনক। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। তার কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেছে। কখনো সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে, আবার কখনো বলছে সে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত।

শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘কিশোরের ব্যাগে কিছু কাগজপত্র ও অন্যান্য সামগ্রী পাওয়া গেছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে হয়তো কোনো সংগঠনের নির্দেশে এলাকায় এসেছিল।’

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আটক কিশোরের পরনে প্যান্ট, কোট ও টাই ছিল। তার হাতে ছিল একটি ব্যাগ। আটক করার পর পুলিশ সদস্যরা তাকে একটি ভ্যানে তুলে নিয়ে যায়।

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। আজ দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর