Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অর্থায়ন, গ্রেফতার ১০

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১২:১৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নের সঙ্গে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। এই রায়কে কেন্দ্র করে ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর