Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুলিশের মনোবল নষ্ট করলে বাসাবাড়ি নিজেদেরকেই পাহারা দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১২:১১ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৩:৫৪

ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ককটেল হামলায় পুলিশ সদস্যদের আহত করা হচ্ছে— এভাবে ইচ্ছাকৃতভাবে তাদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। পুলিশের মনোবল নষ্ট হলে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির মতো লাঠিসোটা হাতে নিজের বাসাবাড়ি নিজেকেই পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বুধবার রাতে পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে কর্তব্যরত এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ধরনের নাশকতা পুলিশের মনোবল দুর্বল করে। এমন ঘটনা চলতে থাকলে এর ভুক্তভোগী নাগরিকরাই হবেন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, ‘নাশকতার ঘটনায় গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। অনুরোধ করব পুলিশের সঙ্গে এমন আচরণ করবেন না।’

শেখ মো. সাজ্জাত আলী জানান, অনলাইন জালিয়াতি, প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি ও অনলাইন গ্যাম্বেলিংয়ের মতো অপরাধ এখন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে গভীরভাবে হুমকির মুখে ফেলছে। তাই জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ডিএমপি সাইবার সক্ষমতা আরও বাড়িয়েছে।

নতুন সাইবার সাপোর্ট সেন্টারে থাকবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব, দক্ষ তদন্ত টিম, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স ইউনিট। ফেসবুক পেজ, ইমেইল ও ডিবির অনলাইন চ্যানেলের মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর