Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদল নেতা কিবরিয়া হত্যা: দুইজনকে ৪ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৯:০১ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২১:০৬

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই আসামিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন ওরফে বুকপোড়া সুজন (৩৫)।

এর আগে, গত ১৮ নভেম্বর রাতে সাভার থানার বিরোলিয়া এলাকা থেকে গোলাম কিবরিয়া হত্যা মামলার আসামি এবং হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মো. মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেলকে (৩০) এবং শীর্ষ সন্ত্রাসী মো. সুজন ওরফে বুকপোড়া সুজনকে (৩৫) গ্রেফতার করে র‌্যাব-৪।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী সাবিহা আক্তার দিনার করা মামলার অভিযোগে বলা হয়, গোলাম কিবরিয়া মাঝে মধ্যে পল্লবী থানার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসে তার বন্ধু মাসুদ রানার সঙ্গে কথা বলেন। গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টার ৪২ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে তাকে গুলি করে আসামি মো. জনি ভূইয়া, সোহাগ কালু, রোকন। হত্যার পরিকল্পনা ও নির্দেশনা দেয় আসামি সোহেল ও মাসুম। আসামিরা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি গুলি করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীরা পালানোর সময় এক রিকশাচালককেও গুলি করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর