Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬৮ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করল বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৩০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯

ঢাকা: দেশের সীমান্ত এলাকা এবং অন্যান্য স্থানে চলতি বছরের নভেম্বরে অভিযান চালিয়ে ১৬৮ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার টাকার বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত চোরাচালান পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ২ কেজি ২৬৬.২২ গ্রাম স্বর্ণ, ১২১ গ্রাম রূপা, ১৭ হাজার ২৩৪টি শাড়ী, ২১ হাজার ৩৩৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২৭ হাজার ৪৫০টি তৈরী পোশাক, ৯ হাজার ৭৪০ মিটার থান কাপড়, ৩ লাখ ৪০ হাজার ৩৮০টি কসমেটিক্স সামগ্রী, ৬ হাজার ৫৬৪ পিস ইমিটেশন গহনা, ১০ লাখ ৯ হাজার ৪২১টি আতশবাজি, ৬ হাজার ২১৬ ঘনফুট কাঠ, ১ হাজার ২৮৪ কেজি চা পাতা, ১১ হাজার ৪৭৯ কেজি সুপারি, ৬৬ হাজার ৫৪৬ কেজি কয়লা, ১২ হাজার ৮৯০ ঘনফুট পাথর, ৫৯৭ কেজি সুতা/কারেন্ট/দুয়ারি জাল, ১৫ হাজার ১৭৮টি প্লাস্টিক/ইলে. সামগ্রী, ৪৪৫টি মোবাইল, ১৫ হাজার ১৪৫টি মোবাইল ডিসপ্লে, ৭৩ হাজার ৫৬৪টি চশমা, ৩৭ হাজার ৬৯০.৫০০ কেজি জিরা, ৪ হাজার ৯৭০ কেজি চিনি, ১ লাখ ৬৩ হাজার ৪৯০ কেজি পিয়াজ, ১ হাজার ৭৩১ কেজি রসুন, ৪ হাজার ৬৮০ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৬ হাজার ৩২০ কেজি সার, ২ হাজার ৬৮৪ প্যাকেট কীটনাশক, ৪৮৫ লিটার ডিজেল, ১ লাক ৬৮ হারাজ ২১ পিস চকোলেট, ৮১৯টি গরু/মহিষ, ১৬টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৭টি পিকআপ/মহেন্দ্র, ৪টি ট্রাক্টর, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১৪টি ট্রলি, ১৭৯টি নৌকা, ৩৮টি সিএনজি/ইজিবাইক, ৫৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল/ভ্যান।

বিজ্ঞাপন

এছাড়া, এসময়ে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৪টি দেশীয় পিস্তল, ১টি হ্যান্ড গ্রেনেড, ২টি ম্যাগাজিন, ১৯ রাউন্ড গোলাবারুদ, ২ কেজি ৩০০ গ্রাম গান পাউডার, ৩টি মাইন, ৬টি ককটেল এবং ৯টি অন্যান্য অস্ত্র।

এদিকে, নভেম্বর মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ২০ লাখ ৫৮ হাজার ৭৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৩ গ্রাম হেরোইন, ৩৭১৪ বোতল ফেনসিডিল, ৭১৭৬ বোতল বিদেশী মদ, ২০৩.৯ লিটার বাংলা মদ, ৬০৮ ক্যান বিয়ার, ১৫২৬ কেজি ৫০ গ্রাম গাঁজা, ১ লাখ ১৭ হাজার ৮৫১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৫০ হাজার ৫৮৫টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ৩৪৬৩ বোতল ইস্কাফ সিরাপ, ৮১৫৬টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, ৫৬ হাজার ১২০টি মদ তৈরীর বড়ি এবং ৭ লাখ ৬৭ হাজার ৯২৩ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৭ জন বাংলাদেশী ও ২ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪০৩ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর