Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিনখানে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৪:৩১

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে একটি বাসায় স্বামী স্ত্রীর কলহের জেরে রাজিরা সুলতানা (২৮) নামে এক পুলিশ সদস্য গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাজিয়ার মরদেহের ময়নাতদন্ত হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে দক্ষিনখান মোল্লারটেকের বাসায় ঘটনাটি ঘটে।

মৃত রাজিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলা নয়াবাড়ি গ্রামে। তার বাবার নাম মো. নাসির উদ্দিন বাচ্চু। তিনি দক্ষিনখান মোল্লারটেক এলাকায় একমাত্র মেয়েকে নিয়ে থাকতেন।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ আহমেদ জানান, রাজিয়া পুলিশের নায়েক। তিনি এপিবিএন হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। তার স্বামী রাজীব মিয়া পুলিশ কনস্টেবল। তিনি ফরিদপুরের ভাঙ্গা হাইওয়েতে কর্মরত। রাজিবের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলায়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, রাজিয়ার স্বামী রাজিব দাবি করেছেন, বৃহস্পতিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে রাজিয়া তার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ভেঙে ফেলেন। এর আগের একটি ভিভো ফোন ভেঙে ফেলেছিলেন। এর জের ধরে রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে যে-কোনো সময় রুমের ভেতর গলায় ফাঁস দেন রাজিয়া। কিছুক্ষণ পর দেখতে পেয়ে স্বামীই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই মধ্যরাতের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পুলিশ কনস্টেবল রাজিব মিয়ার বন্ধু শামীম আল মাহীন জানান, পুলিশে চাকরি নেয়ার পর ট্রেনিংয়ে রাজিবের সাথে রাজিয়ার পরিচয়। সেখান থেকে প্রেম, পরবর্তীতে তারা পাঁচ বছর আগে বিয়ে করেন। ১৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে তাদের। কর্মস্থলের কারণে রাজিয়া ঢাকার দক্ষিণখানে থাকতেন এবং রাজিব থাকেন ফরিদপুরের ভাঙ্গায়। তবে রাজিব প্রতি সপ্তাহে ঢাকায় স্ত্রীর বাসায় এসে থাকতেন। বৃহস্পতিবার রাতে কোনো কারণে রাজিয়া গলায় ফাঁস দিয়েছেন বলে তারা খবর পান। পরবর্তীতে হাসপাতালে এসে মরদেহ দেখতে পান। তবে কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানেন না তারা।

সারাবাংলা /এসএসআর/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর