Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৫:৪২ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ১৫:৪৩

গ্রেফতার হওয়া ৩ সন্ত্রাসী

ঢাকা: জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর বেড়িবাঁধ এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ এবং তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৪ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লি. নাজমুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) এবং গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে সুটার বাপ্পি (৪৫)।

নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে র‍্যাব-৪ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী ৩ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পল্লবী থানা এলাকায় বসবাস করেন এবং তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আসামিদের দেওয়া তথ্য মতে, অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ১টি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকার মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর