Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ০০:৫৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১০:৩৫

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কদমতলীর কুদার বাজার এলাকার আদর্শ সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, তার ভাই কদমতলী-জুরাইন এলাকায় বসবাস করত এবং ভাঙারি ব্যবসা করত। রাতে জানতে পারি কদমতলির কুদর বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়েছে তার ভাই শাহাবুদ্দিনকে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাই।  দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কারা বা কী কারণে তার ভাইকে কুপিয়েছে—এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে বলে আশা করছেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর