Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি বরাদ্দ ‘নয়-ছয়’, কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৮:৫১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৯:৫৩

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা নুরুল আবছার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: সরকারি বরাদ্দের প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে মোট তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডিত নুরুল আবছার গ্রেফতারের পর জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মো. মোকাররম হোসাইন সারাবাংলাকে বলেন, ‘তিনটি মামলার প্রতিটিতে একবছর করে কারাদণ্ড, বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।’

বিজ্ঞাপন

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়নের জন্য বরাদ্দ ১৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা থেকে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়। ওই মামলায় নুরুল আবছারকে এক বছরের কারাদণ্ড, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়। ওই মামলায় নুরুল আবছারকে এক বছরের সাজা, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া, ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় করা আরেকটি মামলায় তাকে এক বছর কারাদণ্ড, ১৩ লাখ ২৭ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর