Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজীপাড়ায় ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ২২:০৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ০০:২০

গুলিবিদ্ধ ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা সুফিয়ান ব্যপারী মাসুদ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা সুফিয়ান ব্যপারী মাসুদ (৪২) আহত হয়েছেন।

বুধবার (৭জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে করে গুলি করে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর বেশি তিনি জানেন না বলে দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ব্যক্তি পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর