ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা করেছে। মামলায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
সিসিটিভির ফুটেজ পাওয়া গেলেও কাউকে শনাক্ত করা হয়েছে কিনা জানতে চাইলে তালেবুর রহমান বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি অপরাধী দ্রুত ধরা পড়বে।
এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আর এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আগামী নির্বাচনে এর কোনো প্রভাবও পড়বে না।
এর আগে, বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।