Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ, গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৮:৩০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮

গ্রেফতার ৬ আসামি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কলাবাগান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২)।

তালেবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় কলাবাগান থানা পুলিশ ৪০ লেকসার্কাস শাহজালাল গেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর