Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দীকসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত

নরসিংদী: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে অভিযান চালিয়ে এক নলা বন্দুক, দেশীয় ওয়ান শ্যুটার গানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গনে রায়পুরা সেনা ক্যাম্পের পক্ষ হতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সকাল ১০টা হতে রায়পুরার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের নিমিত্তে টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে শুটার ইকবাল আকরাম (৩৫) ও মৃত তোতা মিয়ার ছেলে মো. জালাল উদ্দিন (৬৫)।

বিজ্ঞাপন

রায়পুরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দীক, পিএসসির নেতৃত্বে সেনাবাহিনীর একটি দলসহ রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল ও রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার নেতৃত্বে এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নওয়াব পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সায়েদাবাদ গ্রামের দুই শীর্ষ সন্ত্রাসী ইকবাল আকরাম ও মো. জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি এক নলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, একটি রামদা, দুইটি ডেগার, চারটি ছুরি, দুইটি চাপাতি, আটটি কার্তুজ, পাঁচটি রাউন্ড চায়না রাইফেলের গুলি, তিনটি দেশীয় বল্লম, ২২টি পটকা, একটি বুলেট প্রুফ জ্যাকেট, একটি ছোট ব্যাগ, দুইটি বন্দুকের কভার, ১৫টি বাটন মোবাইল, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, একটি আইফোন, একটি ডেগার, কাগজপত্রসহ একটি মানিব্যাগ।

এ ছাড়া বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের আজগর আলী অজুর বাড়ীর লাকী বেগমের বসতঘরে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান সুটার গান ও দুইটি শর্টগানের কাতুর্জ উদ্ধার করা হয়।

শীর্ষ সন্ত্রাসী ইকবাল আকরামের (৩২) বিরুদ্ধে তিনটি হত্যা মামলা, একটি অস্ত্র আইনের মামলাসহ মোট ১১টি এবং সন্ত্রাসী মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে বলে জনিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর