ঢাকা: রাজধানীর পল্লবী থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে আবারও মাদক সম্রাজ্ঞী শাহজাদীকে তার তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযানিক্ দল রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে শাহজাদী নামের একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার তিন সহযোগী বেলী, ইসলাম ও রনিকেও গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারদের দেওয়া তথ্য অনুসারে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তল, এমুনিশন ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেইসঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের যে-কোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।