Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: শুটারসহ গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৩:২০ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৫:৫৪

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১০ জানুয়ারি) ভোররাতে ডিবি পুলিশ মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রয়েছেন অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। অপর গ্রেফতার ব্যক্তি তাদের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। অভিযানের কার্যক্রম এখনও চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৭ জানুয়ারি রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্টার হোটেলের পাশের একটি গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হন।

এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর