ঢাকা: রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার আসামিরা হলেন- মো. ফারুক হোসেন খান (৪৬), মো. খোকন আলী আকন্দ (৪১), মো. আবুল কালাম (৪০), মো. কামরুল ইসলাম (২৪), মো. ফয়সাল হাসান রনি (৪২), মো. ওমর (২১), মো. আরিফ মিয়া (৩৫), মো. সাইম ওরফে সজল (২২), সিলন মিয়া (৩০), মো. বুলবুল (২৮), মো. সোহান (২২), মো. শামসুল ইসলাম (৪৯), মো. শ্যামল (৫০), মো. শাওন হাসান (১৯), মো. রাকিব হোসেন ব্যাপারী (২৭) ও ফনি গাজী (২৬)।
তালেবুর রহমান বলেন, ‘রোববার (১১ জানুয়ারি) ওই থানাধীন বিভিন্ন এলাকানায় অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন ।