Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে হামলার আসামিকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি

ঢাবি করেস্পন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ২১:০১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২২:০৭

ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আসামি অধ্যাপক গোলাম রব্বানীকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম পান্না এ তথ্য জানান। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান।

এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস মারা গেলে জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব পান অধ্যাপক গোলাম রব্বানী।

বিজ্ঞাপন

তাকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে ঢাবির জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা চলমান থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ঢাবিতে আওয়ামী লীগের আমলে প্রক্টরের দায়িত্বে ছিলেন অধ্যাপক গোলাম রব্বানী। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান ও শিক্ষার্থী হেনস্তার অভিযোগ রয়েছে। তার নামে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে মামলাও রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর