Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি অভিমুখে ‘জুলাই ঐক্যের’ পদযাত্রায় পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৪:৩৫ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৬:০৯

ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে ‘জুলাই ঐক্য’।

‎ঢাকা: জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে ‘জুলাই ঐক্যের’ নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে সংগঠনটি একটি মিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা শুরু করলে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে তারা।

এ সময় আন্দোলনকারীরা জাতীয় পার্টির নির্বাচন বর্জন ও জুলাই বিপ্লবের বিরোধিতাকারীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে দাবি সংবলিত নানা ধরনের প্ল্যাকার্ড দেখা যায়।

পুলিশি বাধার মুখে সাধারণ সদস্যরা ইসলামিক ফাউন্ডেশনের সামনে অবস্থান নিলেও সংগঠনের একটি প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। দুপুর ১টার পর প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি পৌঁছে দিতে ইসি সচিবালয়ে প্রবেশ করেন।

‎আন্দোলনকারী নেতারা জানিয়েছেন, আজকের কেন্দ্রীয় কর্মসূচির পর আগামীকাল ১৪ জানুয়ারি দেশের সব বিভাগীয় শহরে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে ‘মার্চ’ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

‎এদিকে কর্মসূচি উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওযে নির্বাচন কমিশনে (ইসি) সামনে আনসার পুলিশ, র‌্যাব, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

তারা জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।