Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮

গ্রেফতার আসামিরা।

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে এজাহারভুক্ত মামলার এক আসামিকে গ্রেফতার করে থানায় আনার পথে পুলিশের ওপর হামলার ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতভর অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- দিঘারকান্দা ফিশারির মোড় এলাকার মৃত সুমেদ আলীর ছেলে এজাহার ভুক্ত আসামির বাবা সাগর আলী (৬১), তার ছেলে একেএম রেজাউল করিম (৩৯), মজুর উদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন (৩৭), তার ছোট ভাই মো. সুজন মিয়া (২৭), মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. খলিলুর রহমান (৪০), মৃত আ. রাজ্জাকের ছেলে মো. নাজিম উদ্দিন (৪২) ও চর বড়বিলা এলাকার মৃত জবেদ আলী মুন্সির ছেলে জয়নাল উদ্দিন (৫২)।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় মামলার আসামি স্থানীয় সাগর আলীর ছেলে আরিফুল ইসলাম ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব।

তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে ২৫ জনের নামসহ অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে মামলা দায়েরের করেছেন।‘

বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর