Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাখোরের কাণ্ড
৫০০ টাকার জন্য প্রাণ নিল পাঠাও চালকের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ২০:৩৭

পাঠাও চালককে খুনের মামলার আসামি মাদকসেবী শহীদুল ইসলাম খোকন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চারদিন আগে চট্টগ্রাম নগরীতে এক পাঠাও চালককে ছুরিকাঘাতে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের মাধ্যমে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শহীদুল ইসলাম খোকন (৪৫) নামে ওই ব্যক্তি মাদকসেবী। তার বাড়ি নোয়াখালী জেলায়। থাকেন চট্টগ্রাম নগরীর পানওয়ালা পাড়ায়। রাস্তায় পেয়ে ওই পাঠাও চালককে জিম্মি করে খোকন ইয়াবা খাওয়ার জন্য ৫০০ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তাকে ছুরিকাঘাতে খুন করে খোকন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে নগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়া এলাকা থেকে খোকনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি এবং ওই পাঠাও চালকের ব্যবহৃত হেলমেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গত ১০ জানুয়ারি রাতে নগরীর বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আজিয়ার রহমানকে (৩৫) উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজিয়ার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। পেশায় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’র বাইক চালক আজিয়ার নগরীর বন্দরটিলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নগরীর বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সারাবাংলাকে বলেন, ‘ঘটনার রাতে পৌনে ১টার দিকে আজিয়ার রহমান তার পাঠাও বাইক চালিয়ে হালিশহরের কলাবাগান এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেখানে নির্জন স্থানে বসে খোকন ইয়াবা সেবন করছিল। তাকে দেখে গাড়ির জন্য অপেক্ষা করছে ভেবে আজিয়ার বাইক থামিয়ে কোথায় যাবেন জিজ্ঞেস করেন। তখন খোকন তাকে জাপটে ধরে ইয়াবা খাওয়ার জন্য ৫০০ টাকা দাবি করে।’

‘আজিয়ার তাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে যেতে চাইলে খোকন তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় আজিয়ার মোটর সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পোর্ট কলোনির সামনে রাস্তায় পড়ে যায়।’

গ্রেফতার খোকনকে বুধবার বিকেলে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে আরও পাঁচটি মামলা আছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর