Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৭:৩৫

প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার মেঘনায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. নাসির (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে মেঘনা থানা পুলিশ তাকে আটক করে। এর আগে, উপজেলার ভাওরখোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. নাসির ভাওরখোলা গ্রামের ভেরি বাড়ির বাসিন্দা এবং মৃত চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে এলে এই নৃশংস ঘটনার শিকার হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযুক্তকে বর্তমানে মেঘনা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী শিশুর অবস্থান ও শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি শিশুটির পরিবারের পক্ষ থেকেও এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, ফেসবুকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর