ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলাটি করেন।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং তিন কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। এতে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় চার কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা।
এ ছাড়া পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় পাওয়া গেছে ১৫ লাখ ৯০ হাজার টাকা। সব মিলিয়ে ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে চার কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।
দুদক বলছে, তার ঘোষিত বৈধ আয়ের সঙ্গে অর্জিত সম্পদের মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়া গেছে। কমিশনের হিসাব অনুযায়ী, আনিস আলমগীরের বৈধ আয়ের মোট পরিমাণ ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে রয়েছে— অতীত সঞ্চয় ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টকশো ও কনসালটেন্সি থেকে আয় ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি বাবদ ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ থেকে আয় তিন লাখ ২৪ হাজার ৫৩ টাকা।
দুদকের মতে, ঘোষিত আয়ের তুলনায় তার সম্পদ অর্জনের তথ্য অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় মামলাটি দায়ের করা হয়েছে।