Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২১:০২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২১:৫৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যব)। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালানোর সময় হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন সদস্য।

র‌্যাব এ হামলার জন্য অপরাধীদের অভয়ারণ্য হিসেবে খ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ‘স্থানীয় সন্ত্রাসীদের’ দায়ী করেছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুরে অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানায়।

নিহত আবদুল মোতালেব র‌্যাবের চট্টগ্রাম জোনের (র‌্যাব-৭) এর উপসহকারী পরিচালক (ডিএডি)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক (গনমাধ্যম) এএসপি এ আর এম মোজাফফর হোসেন সারাবাংলাকে জানান, সন্ধ্যা ৬টার দিকে জঙ্গল সলিমপুর এলকায় অভিযানের সময় স্থানীয় সন্ত্রাসীরা হামলা করে। এতে চার র‍্যাব সদস্য গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক র‍্যাবের এক সদস্যকে মৃত ঘোষণা করেন। আহত তিন র‍্যাব সদস্য চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর