Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেভিল হান্ট ফেজ-২: ডিএমপির ছয় থানায় গ্রেফতার ৪৬

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৭:৩৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মুগদা, যাত্রাবাড়ী, কলাবাগান, শেরেবাংলা নগর, রূপনগর ও ডেমরা থানা পুলিশ। এর মধ্যে মুগদা থানা ১৮ জন, যাত্রবাড়ী থানা ১২ জন, কলাবাগান থানা দুইজন, শেরেবাংলা নগর থানা চারজন, রূপনগর ছয়জন ও ডেমরা থানা পুলিশ চারজন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপির মুগদা, যাত্রাবাড়ী, কলাবাগান, শেরেবাংলা নগর, রূপনগর ও ডেমরা থানাধীন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতাররা হলো- মো. নয়ন মিয়া (৪১), মো. তানজিল আজিজুর রহমান (২১), ইমাম হোসেন শান্ত (১৫), মো. এরশাদ (২২), মো. শাহিন (৩১), আকবর হোসেন (৪২), আলমগীর (৩৮), শহিদ মিয়া (৬০), শের আলী (৫০), মো. জসিম (৩২), পারভেছ (২৫), মো. তাজবির ওরফে ইয়ামিন (২৯), মো. জসিম (৪২), শ্রী চন্দন চন্দ্র শীল (৩৮), মো. সাহাবুদ্দিন (২৫), মো. সোহাগ (১৯), মো. বাদল (৪৭) ও মো. কামাল আহম্মেদ (৫০), মো. মামুন হায়দার (৩৩), মো. ইউসুফ গাজী (২৯), মো. ডালিম (২৩), মো. মামুন (৩৮), মো. তরিকুল ইসলাম ওরফে সুমন (২৯), দেব নাথ তানজিল জন (৩৪), মো. সালাম (৩৪), কামরুল হাসান রিপন (৪৮), মো. ইদ্রিস (৫৫), মো. সৈকত রহমান (২৬), মিহা সাকরিন মিম (২৪) ও মিনহাজুর রহমান (৩০)।

মো. ডালিম (২৭), নুর মোহাম্মদ (৩২), মো. জসিম উদ্দিন (২৫), মো. শাহীন আলম (৩২), রাতুল ওরফে নাদিম (৩১), বাপ্পী ফ্রান্সি গমেজ (৪১), ফজলে রাব্বী নয়ন (২০), মো. সজিব প্রধান (২৭), মো. নুর ইসলাম ওরফে নুর (৩২), মো. শরিফুল ইসলাম রনি (২৫), মো. মাহবুব হাসান বাবু (৪৩), মো. সুমন (৩৮), কামাল হোসেন (৪৬), মো. আনোয়ার হোসেন ওরফে কাবিলা (৩৯), মো. মোক্তার হোসেন (৩৫) ও মো. হাবিবুর রহমান শাওন (২৬)।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর