বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করে। এ সময় একইসঙ্গে তারা দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
বুধবার (২১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের ভক্তরাম বিশ্বাসের (৫৫) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, রাতে ভক্তরাম বিশ্বাস তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে বাড়ির সীমানা প্রাচীর পেরিয়ে ১০ থেকে ১২ জন ডাকাত দল বাড়ির ভিতরে প্রবেশ করে। এর আগে তারা আশেপাশের সকল বাড়ির গেটে তালা দেয়। ডাকাতদের শব্দ পেয়ে ভক্তরাম ঘরের দরজা খুললে তাকে জিম্মি করে ঘরে প্রবেশ করে ডাকাতরা।
এ সময় দেশীয় অস্ত্রের মুখে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। যাবার সময় ডাকাত দল দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সকালে পুলিশ সেখান থেকে চারটি ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
গাবতলী থানার সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির জানান, বুধবার রাত আড়াইটার দিকে ভক্তরামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।