ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি মো. বিল্লাল হোসেন ওরফে আলিফ হোসেন বাবুকে (৩৫) গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী জানিয়েছে, গত ২২ জানুয়ারি ভোর রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতার সন্ত্রাসী কাফরুল থানাধীন উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। এই সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের অধীন ১১ সিগন্যাল ব্যাটালিয়ন ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা নজরদারি চালিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করে।
পরবর্তীতে ভোর রাত ৪টার দিকে কাফরুল থানার পুলিশ নিয়ে ১১ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী বিল্লালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর অস্থায়ী আর্মি ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী ২টি পিস্তল, ৮ রাউন্ড গুলি, পিস্তল, এ্যামোনেশন, পয়েন্ট ২২ এ্যামোনেশন ৪৫ রাউন্ড, দেশীয় অস্ত্র, ৫টি চাকু, ১টি হাতুড়ি, ৫৭২টি এন্ট্রি কাটার, ব্লেড ও টর্চার সরঞ্জামাদি ১ সেট উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তৎপর ও বদ্ধপরিকর।