Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদ্দামের মুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৮:৩৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

ঢাকা: স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার ঘটনায় প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে এ ঘটনা ঘটে। কৃষির বিষয়ে ব্রিফিং শেষে কারও প্রশ্ন আছে কি না? জানতে চান উপদেষ্টা। এ সময় একজন সাংবাদিক যশোরের ঘটনার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘না, আজ আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।’ এ সময় আরেক সাংবাদিক বলেন, ‘আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও, সেজন্য জানতে চাওয়া হয়েছে। তখন উপদেষ্টা বলেন, না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব।’

বিজ্ঞাপন

আপনিতো দ্বায়বদ্ধ— সাংবাদিক এ কথা বললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, আমি দায়বদ্ধ নই। আজ আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলব না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাত্রলীগ-আওয়ামী লীগের জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। কৃষির বিষয়ে প্রশ্ন করেন…।’ এরপর ফের যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে তিনি ওই স্থান ত্যাগ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর