Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ১০

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ২৩:২৬

নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা। এ সময় তাদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পিকনিক শেষে ফেরার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সদস্যরা পার্কটিতে পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের গাড়িগুলো পার্কের বাইরের রাস্তার পাশে পার্ক করা ছিল। গাড়িগুলো আসার সময় সেগুলো থেকে চাঁদা দাবি করে বসে স্থানীয় সন্ত্রাসীরা।

বিজ্ঞাপন

এ সময় বাসে থাকা সাংবাদিকরা প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তারা জড়ো হয়ে মব তৈরির চেষ্টা করে। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে রড ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক মোহাম্মদ শাহেদ, এসএম ফয়েজ, মো. মহসিন ও ক্র্যাবের স্টাফ লাল আহত হন। সন্ত্রাসীদের হামলায় মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হন সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিকরা জানান, এ সময় সাদা পাঞ্জাবি পরিহিত এক সন্ত্রাসীর নেতৃত্ব তার সহযোগীরা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। এমনকি গুলি করার হুমকিও দেন। তারা আরও উত্তেজিত হয়ে সাংবাদিক পরিবারের শিশু-নারীসহ বাসে অবস্থানরতের ওপর আগুন দেওয়ার চেষ্টাও করেন।

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনার পরপর জেলা পুলিশ সুপারকে ফোন করা হয়। তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কিন্তু পুলিশ আসতে দেরি হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল বলেন, ‘আমরা থানায় এসেছি। হত্যাচেষ্টা মামলা করা হচ্ছে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর