Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার


৪ জানুয়ারি ২০১৯ ২০:০৬ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৯ ২০:৫২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মতিঝিল আরামবাগের একটি বাসা থেকে শরিফা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এসআই জালাল উদ্দিন জানান, মৃত শরিফা ময়মনসিংহ জেলার কোতয়ালির কাউন্দিয়া বড়ইতলা গ্রামের জুলহাস আলীর মেয়ে। বর্তমানে স্বামী নয়নের সাথে মতিঝিল আরামবাগ এলাকার একটি বাসায় ভাড়া থকতেন।

তিনি জানান, বিকেলে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে মতিঝিল আরামবাগের একটি বাসার ৬ষ্ঠ তলার কক্ষ থেকে শরিফার মৃতদেহ উদ্ধার করা হয়। চলতি মাসের দুই তারিখে বর্তমান বাসায় ভাড়া উঠেছিল তারা। শরিফা অন্যের বাসায় গৃহ পরিচারিকার কাজ করতেন। স্বামী নয়ন রিকশা চালায়ে সংসার পরিচালনা করতেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে এসআই জালাল জানান, প্রায় সময় তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। মৃতের গলায় আঘাতের দাগ আছে। ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনার পর মৃতের স্বামী নয়ন মিয়া পালিয়ে গেছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর