শ্যামলীতে জাবি শিক্ষার্থীকে যৌন হয়রানি: গ্রেফতার ২
২৯ এপ্রিল ২০১৮ ১৯:০০ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৮ ২০:০৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর শ্যামলী এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর যৌন হয়রানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলার ভিত্তিতে শাওন ও সুমি নামের দুই ভাইবোনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
রোববার (২৯ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জি জি বিশ্বাস সারাবাংলাকে বলেন, যৌন হয়রানির ঘটনায় থানায় মামলা করতে আসেন জাবির এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুইজনকে আটক করেছে। তারা হলেন, শাওন ও সুমি। অভিযোগটি পরে মামলা হিসেবে নেওয়া হয় বলেও পরে জানায় শেরেবাংলা নগর থানা পুলিশ।
পুলিশ জি জি বিশ্বাস জানান, রাস্তায় যৌন নীপিড়নের শিকার ওই ছাত্রী জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। রোববার বেলা ১১টার দিকে শ্যামলীতে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার থেকে বের হয়ে ওই স্থানে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ফুটপাতে থাকা শাওন তাকে উদ্দেশ্য করে খারাপ ভাষা ও কুরুচিপূরর্ণ ইঙ্গিত করে। এর প্রতিবাদ করলে শাওন ও তার বোন পান দোকানি সুমি ওই ছাত্রীর ওপর হামলা চালায়।
সারাবাংলা/ইউজে/এমএস