Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি প্রক্টরের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : ছাত্র ফেডারেশন


৩০ জুন ২০১৮ ২১:৫৭

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

ঢাবি : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ছাত্র ফেডারেশনের। আজ শনিবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশে তারা এই অভিযোগ করেন।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজির বলেন, ‘প্রক্টর বলেছেন হামলাকারীরা বহিরাগত। এবিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। তার এসব বক্তব্যের মাধ্যমে বোঝা যায় তিনি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। আমরা ছাত্রলীগের হামলার বিচার দাবি করছি।’

কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন উল্লেখ করে বেনজির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন। তিনি কথা দিয়ে কথা রাখেননি। কিন্তু তারপরও কোটা সংস্কার আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছিলেন। তাদের প্রতি দেওয়া কথার পরিবর্তে তিনি তার পেটোয়া ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের পিটিয়ে তিনি তার স্বৈরাচারী আচরণের পরিচয় দিয়েছেন।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এম এইচ রিয়াদসহ প্রমুখ।

সারাবাংলা/কেকে/এনএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর